আজ

  • শুক্রবার
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে গ্যাস নেয়ার সময় বিস্ফোরণে ফিলিং স্টেশনের কর্মীসহ চারজন আহত

  • নিজস্ব প্রতিবেদক
  • ফেনী সদর উপজেলায় অটোরিকশায় গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফিলিং স্টেশনের কর্মীসহ চারজন আহত হয়েছেন। এ সময় অটোটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফতেহপুর এলাকার স্টারলাইন সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

    আহতরা হলেন- ফেনী সদর উপজেলার শাহজাহান, কবির আহমেদ, নুরুল আফসার ও চৌদ্দগ্রামের তৌহিদুল ইসলাম।

    স্টারলাইন সিএনজি ফিলিং স্টেশনের ইনচার্জ কামাল উদ্দিন বলেন, বিকেল ৪টার দিকে অটোতে গ্যাস ভর্তি করে চালক কাউন্টারে টাকা দেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফিলিং স্টেশনের এক কর্মী ও পাশে দাঁড়িয়ে থাকা তিনজন আহত হন। ঘটনার পরপরই অটোচালক পালিয়ে গেছেন।

    ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, অটোচালকের সিটের নিচে লুকিয়ে রাখা সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিস্ফোরিত হয়। বিস্ফোরণে অটোর কিছু অংশ উড়ে গিয়ে ফিলিং স্টেশনের ছাদে পড়ে। গ্যাস নেয়ার সময় যাত্রীরা নেমে দূরে অবস্থান করায় ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।

    ফেনী মডেল থানার এসআই রফিকুল ইসলাম বলেন, বিস্ফোরণে চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া অটোর কিছু অংশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। অবৈধ গ্যাস সিলিন্ডার রাখায় অটোর মালিকের বিরুদ্ধে মামলা করা হবে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090