আজ

  • বৃহস্পতিবার
  • ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

“ডেঙ্গু প্রতিরোধে সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে”-শুসেন চন্দ্র শীল

  • শহর প্রতিনিধি
  • ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তাই সচেতনতা বৃদ্ধি করার জন্য ১২ ইউনিয়নে একযোগে মশক নিধনের জন্য ঔষধ ছিটানো ও প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক পৃথক পৃথক শোভাযাত্রা করার আহ্বান জানান। আজ মঙ্গলবার ফেনী সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, উপজেলা সদর ও পৌরসভার যেসব মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য রাখা যাবে না। নিজাম হাজারী এমপির নির্দেশমতে নির্দিষ্ট নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়ার কাজ সম্পন্ন করতে হবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

    সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা জুসি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী দীপ্ত দাসগুপ্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ হিলালুদ্দিন, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্যাহ বি.কম, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন, কাজিরবাগ ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ, শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞা প্রমুখ।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090