আজ

  • সোমবার
  • ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয়বার প্লাজমা থেরাপী মাওলানা সাইফুল্লাহ’র শরীরে

  • শহর প্রতিনিধি
  • করোনাভাইরাসে আক্রান্ত ফেনী বড় জামে মসজিদের খতিব ও ফেনী আলীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাইফুল্লাহ’র শরীরে দ্বিতীয়বারের মতো প্লাজমা দেওয়া হয়েছে। বুধবার রাতে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে তার শরীরে ও পজিটিভ রক্তের প্লাজমা দেওয়া হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় প্রথম প্লাজমা দেয়া হয়।

    চিকিৎসকদের উদ্বৃতি দিয়ে তার ছোট ভাই খালেদ মাহমুদ জানান, মাওলানা সাইফুল্লাহর ফুসফুসে করোনার সংক্রমণ হয়েছে। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। শ্বাসকষ্টও রয়েছে। তাই ২৪ ঘন্টা অক্সিজেন দেয়া হচ্ছে। আগের চেয়ে কিছুটা ভালো আছেন।

    তিনি আরো জানান, ১৩ দিন আগে করোনা পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নমুনা দিয়েছিলেন। সেটি নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে বৃহস্পতিবার পজেটিভ প্রতিবেদন আসে।

    এর আগে ১৬ জুন মঙ্গলবার শ্বাসকষ্ট অনুভব করলে ঢাকায় নেয়া হয়। পরদিন ১৭ জুন বুধবার আইইডিসিআর থেকে তার করোনা শনাক্ত হয়। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

    ফেনী ট্রিবিউন/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090