আজ

  • বুধবার
  • ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে আড়াই’শ শীতার্তকে কম্বল দিয়েছে ‘ইউনিটি ওয়েলফেয়ার এসোসিয়েশন’

  • ফেনী ট্রিবিউন রিপোর্ট
  • শহর প্রতিনিধি :
    ফেনীতে দৃষ্টিপ্রতিবন্ধীসহ আড়াই’শ জন শীতার্তকে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি ওয়েলফেয়ার এসোসিয়েশন।বুধবার বিকেলে জেলা পরিষদের ড. সেলিম আলদীন মিলনায়তনে সংগঠনের সভাপতি এম কে আর সূর্য র’ সভাপতিত্বে ও আবদুস সালামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়াম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মাক্কি রোহান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আফসার, ফেনী প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূইয়া, দৈনিক অজেয় বাংলা পত্রিকার সম্পাদক শওকত মাহমুদ, গ্র্যান্ড হক টাওয়ারের পরিচালক ইমন-উল-হক, ইনডিপেনডেন্ট টিভির ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম। এসময় ফেনীর বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা দেশের সম্পদ। যার যার অবস্থান থেকে তাদেরকে সবার সহযোগীতা করা উচিৎ। এ ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি ওয়েলফেয়ার এসোসিয়েশন মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছে।


    error: Content is protected !! please contact me 01718066090