আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিলোনিয়ায় মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান || মাদক বিক্রেতার ২ বছরের কারাদন্ড

  • নিজস্ব প্রতিনিধি
  • পরশুরামের বিলোনিয়া সীমান্ত এলাকায় রোববার ভোরে তালিকাভুক্ত মাদক বিক্রেতাদের আস্তানায় জেলা প্রশাসনের মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

    মাদক বিরোধী টাস্কফোর্স সূত্র জানায়, পরশুরামের উত্তর বাউরখুমার (বিলোনিয়া) চোরাকারবারির গোপন তালিকায় থাকা মো. মনিরের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় ৪শ গ্রাম গাঁজা। অভিযানের খবর পেয়ে পালিয়ে যান মো. মনির। তার বিরুদ্ধে পলাতক মামলা দায়েরের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া অভিযান পরিচালনা করা হয় উত্তর বাউরখুমা গ্রামের ইয়াবা বিক্রেতা আব্দুল মান্নানের (৪৫) বাড়িতে। এসময় দশ পিস ইয়াবাসহ আব্দুল মান্নানকে হাতে নাতে আটক করা হয়। আদালত আব্দুল মান্নানকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। আব্দুল মান্নানের বিরুদ্ধে ইতোপূর্বে ৫টি মাদকের মামলা রয়েছে।
    টাস্কফোর্স টিম হানা দেয় বিলোনিয়া সীমান্তবর্তী তালুক পাড়ার মাদক স্পটগুলোতে। এছাড়াও উত্তর বাউরখুমার তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতা দেলোয়ার হোসেনের আস্তানা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়েয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাহ আলম ছুট্টু ও আব্দুল জলিলের বাড়িতে। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়।

    অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. টিপু সুলতান ও জেলা পুলিশ ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

    ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, মাদক নিমূলে মাদক বিরোধী টাস্কফোর্স এর অভিযান অব্যাহত থাকবে।

    সম্পাদনা : এএএম/এসকে


    error: Content is protected !! please contact me 01718066090