আজ

  • রবিবার
  • ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বসন্তপুরে মাটিতে পুঁতে রাখা চুরি যাওয়া টাকা উদ্ধার ও হস্তান্তর

  • সাহাব উদ্দিন
  • ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের হোসনে আরা বেগমের মেয়ে প্রবাসী শ্রমিক শিখা আকতার বাহরাইন থেকে গত তিন বছরে তিন লাখ ৩৩ হাজার টাকা পাঠান। গত ২০ জুন সকালে হোসনে আরা বেগমের মাটিতে পুঁতে রাখা টাকা চুরি হয়ে যায়। মেয়ের টাকা যত্নে রাখলেও তিনি চলতেন ভিক্ষার টাকায়। পরে স্হানীয় ও পুলিশের তৎপরতায় একই রাতেই দুই লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এঘটনায় হোসনে আরা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই মনির হোসেন ও শাহনাকে আটক করে। এক মাসের সময় বেধেঁ দিয়ে দুজনকে তখন ছেড়ে দেওয়া হয়।

    রোববার আমজাদ হাট ইউনিয়নের বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সমাজের গন্যমান্য ব্যক্তি ও ছাত্র ছাত্রীর উপস্থিতিতে হোসনে আরাকে বাকি এক লাখ টাকাসহ পুরো তিন লাখ ৩৩ হাজার টাকা বুঝিয়ে দিলেন ফুলগাজী থানার ওসি মো. হুমায়ূন কবির। পরে ওসি হোসনে আরাকে সাথে নিয়ে স্হানীয় আমজাদ হাট কৃষি ব্যাংকে একটি সন্চয়ী হিসাব খুলে দিয়ে সমুদয় টাকা জমা দেন।

    গত ২০ জুন আমজাদ হাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের হোসনে আরা বেগমের (৮৫) নাতনী রুনা আকতার মাটিতে পুঁতে রাখা তিন লাখ ৩৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এঘটনায় জানাজানি হলে রুনা আকতার দুই লাখ ৩৩ হাজার টাকা রেখে বাকি এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

    ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির ঘরের ভিতরে মাটিতে পুঁতে রাখা চুরি যাওয়া তিন লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করার পর স্হানীয়দের উপস্থিতিতে হোসনে আরা বেগমকে সহ সাথে করে নিয়ে ব্যাংকে জমা দেয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

    সম্পাদনা : এএএম/এসইউ


    error: Content is protected !! please contact me 01718066090