আজ

  • সোমবার
  • ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে তাকাফুল ইসলামী ইন্সুরেন্সের ১৩ লাখ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীতে তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লিমিটেডের ১৩ লাখ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইসলামী ব্যাংক লিমিটেড ফেনীর শাখা কার্যালয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এস.কে.আর রাবার ফ্যাক্টরী কর্তৃপক্ষকে এই বীমা দাবীর চেক তুলে দেয়া হয়।

    এসকে আর রাবার এর সত্বাধিকারী আবুল খায়েরের ছেলের হাতে ১৩ লাখ টাকা বীমা দাবীর চেক তুলে দেন ইসলামী ব্যাংক লিমিটেড ফেনী শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোরশেদ আলম, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লিমিটেডের এএমডি ও কোম্পানী সেক্রেটারী আবুল কালাম আজাদ।

    এসময় তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লিমিটেডের সিনিয়র এজিএম ও দাবী বিভাগের ইনচার্জ মো. সেলিম, কোম্পানীর সিনিয়র জিএম ও খাতুনগঞ্জ শাখার ইনচার্জ মো. নুরুল ইসলাম, ব্যাংকের এসপিও ম্যানেজার অপারেশন মো. তারেক সলিমুল্লাহ, বিনিয়োগ ইনচার্জ মো. আলমগীর ভূঞা, এস.কে.আর রাবার এর সত্বাধিকারী আবুল খায়ের উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, ফেনী শহরতলীর পাঁচগাছিয়া এস.কে.আর রাবার ফ্যাক্টরী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে খাতুনগঞ্জ শাখায় বীমাকৃত হওয়ায় বীমা দাবীর এই চেক হস্তান্তর করা হয়।

    সম্পাদনা : এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090