আজ

  • সোমবার
  • ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জায়লস্কর ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভা

  • নিমাই মজুমদার
  • আগামী ২৩ ডিসেম্বর দাগনভূঞার জায়লস্কর ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে জায়লস্কর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

    জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মিলনের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখার ম্যানেজার জাফর উদ্দিন, শেখ ছাবেরুল হক চিশতি, সিলোনীয়া হাই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক আলী আশ্রাফ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ছায়েদুল হক, দাগনভূঞা উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি নিতাই চন্দ্র দাস, বিশিষ্ট ব্যবসায়ী রাজিউল ইমাম মঞ্জিল, মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূঞা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পেয়ার আহম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী মেজবাহ উদ্দিন সাঈদ, প্রফেসর বদর উদ্দিন হেলাল, প্রফেসর শাহ আলম, প্রফেসর তাজুল ইসলাম, এডভোকেট নুরুল আফসার মিজান, সিলোনীয়া বাজার কমিটির সাবেক সভাপতি মোশারফ হোসেন, সিলোনীয়া বাজার কমিটির সেক্রেটারী কামরুল হাছান,

    শামছুউদ্দিন বাচ্ছু, সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, মাষ্টার এনামুল হক, সিলোনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আশীষ দত্ত, চিলডেন্স গার্ডেন সিলোনীয়ার অধ্যক্ষ আলা উদ্দিন, ওমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজাহারুল হক চিশতী, উত্তর জায়রস্কর গ্রামের মোয়াজ্জেম হোসেন দুলাল, ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মোস্তফা বাবুল, মুফতি জালাল উদ্দিন ফারুখ, ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নিজাম উদ্দিন, ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুল হক, মোল্লাঘাটা কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, দাগনভূঞা একাডেমীর শিক্ষক উত্তর জায়লস্কর গ্রামের মাষ্টার আবদুল মালেক, মাছিমপুর গ্রামের মাষ্টার ফরিদ উদ্দিন, দক্ষিন বারাহী গৌবিন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আইয়ুব খাঁন, জায়লস্কর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সাইফ উদ্দিন, বারাহীগুনীর ফেরদৌস কোরাইশী মামুন, সিলোনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাজাহারুল ইসলাম প্রমুখ।

    জায়লস্কর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য মিয়া মাঈন উদ্দিন শামীম ও ইউনিয়ন পরিষদের সচিব মাঈন উদ্দিন।

    এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক, ব্যাংকার, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের বিশিষ্টজনরা।

    অনুষ্ঠানে সকল বক্তাগন নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে একমত পোষন করেন এবং মাদক নির্মূল, বাল্য বিবাহ বন্ধ ও এলাকার উন্নয়নে এক সাথে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

    চেয়ারম্যান হিসেবে মামুনুর রশিদ মিলন বলেন, নির্বাচন সকলের জন্য উন্মুক্ত, যে কেউ নির্বাচনে অংশগ্রহন করতে চাইলে করতে পারেন এবং সকলের অংশগ্রহনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
    আগামী দিনে সকলে মিলে জায়লস্কর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090