আজ

  • সোমবার
  • ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেল ২১ শিক্ষার্থী

  • মোজাম্মেল হক হাছান
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেল ২১ শিক্ষার্থী। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলার সালামনগরে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে প্রতিযোগিতায় দুটি বিভাগে বিভিন্ন বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দুই শতাধিক শিশু অংশ নেয়।

    ভাষা শহীদ আবদুস সালামের ছোট ভাই আবদুল করিম প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন।

    ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আরটিভি ও যায়যায়দিন প্রতিনিধি আজাদ মালদার, কাশেম স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম, দুর্নীতি প্রতিরোধ দাগনভূঞা কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, সুজন দাগনভূঞা শাখার সহসভাপতি কিশান মোশাররফ, ফেনীর আঁচল সম্পাদক সাহিদা সাম্য লীনা, দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের পণ্ডিত ও মো. ইমাম হাছান কচি, সাধারণ সম্পাদক ইয়াছিন রনি, ছিদ্দিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার ভৌমিক।

    প্রতিযোগিতার আহ্বায়ক ও আমাদের সময় দাগনভূঞা প্রতিনিধি কাজী ইফতেখারুল আলমের সঞ্চালনায় বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090