আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোরবানপুর রাস্তার মোড় জামে মসজিদের উদ্বোধন

  • দাগনভূঞা প্রতিনিধি
  • দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর রাস্তার মোড়ে কাতার চ্যারেটির অর্থায়নে নির্মিত কোরবানপুর রাস্তার মোড় জামে মসজিদের উদ্বোধন শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঞা।

    মসজিদ কমিটির সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল ‘ফেনী ট্রিবিউন’ এডিটর ইন চিফ মো. আবু তাহের আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ পাঠান, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী জজ কোর্টের এডভোকেট এম. শাহজাহান সাজু, কাতার চ্যারেটির উপ-প্রকল্প কর্মকর্তা মো. ইকবাল হোসেন, ফেনী পল্লী বিদ্যুত সমিতির সহ-সভাপতি ইসমাইল হোসেন লিটন, যমুনা টিভির ফেনী প্রতিনিধি মুহাম্মদ আরিফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী একেএম বেলাল হোসেন।

    এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পল্লী বিদ্যুত সমিতি রাজাপুর জোনাল অফিসের এজিএম (কম) নুর নবী, দরবেশেরহাট ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতালের পরিচালক নুর নবী মিয়া, হারুনুর রশিদ ভূঞা প্রমুখ।

    জোহরের নামাজের মাধ্যমে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন দরবেশেরহাট আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জয়নাল আবেদিন। বিপুল সংখ্যক মুসল্লী নামাজে অংশ নেয়। নামাজ শেষে মুসল্লীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

    উল্লেখ্য, সাড়ে ১৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত মসজিদে কাতার চ্যারেটি ১০ লাখ টাকা অনুদান প্রদান করেন।

    সম্পাদনা : এএএম/এমটি


    error: Content is protected !! please contact me 01718066090