আজ

  • বুধবার
  • ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ট্রেন থেকে পড়ে পা হারানো যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলেন কনেষ্টেবল আনোয়ার

  • ফেনী ট্রিবিউন রিপোর্ট
  • বিশেষ প্রতিবেদক:
    ফেনীতে সুলতান (২২) নামে ট্রেন থেকে পড়ে পা কেটে যাওয়া এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলেন কনেষ্টেবল আনোয়ার হোসেন। জানাগেছে, বৃহস্পতিবার রাতের কোন সময় শহরের বারাহীপুরের আলম বাবুর্চীর বাড়ীর পাশে ট্রেন থেকে পড়ে যান। এসময় ট্রেনের চাকার নিচে পড়ে তার ১ টা পা কাটা যায়। ভোরে লোক জন দেখতে ফেলেও তাকে কেউ উদ্ধার করতে এগিয়ে আসেনি। পরে ভোর ৬ টার দিকে খরব পান জেলা পুলিশ কন্টোল রুমের কনেষ্টবল আনোয়ার হোসেন। সে খবর পেয়ে একা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে সেখান থেকে একটি এম্বুল্যান্স করে ঢাকায় তার পরিবারের কাছে পাঠনো হয়। সুলতান কামরাঙ্গীর চরের বাসিন্ধা। ট্রেনে করে সে চেট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। রাতে দরজার পাশে বসে থাকায় রাতে ঘুমের ঘোরে সে পড়ে যায়। পুলিশ সদস্য আনোয়ার হোসেসেন জানান, ঘটনাস্থলের কাছেই আমার বাসা। খবর পাই ট্রেনের নিচে পড়ে আহতে এক যুবক পড়ে থাকলেও কেউ হাসপাতালে নিচ্ছেনা। পরে আমি দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই ও তার পরিবারের সাথে যোগাযোগ করে ঢাকা পাঠানোর ব্যবস্থা করি। ফেনী সতর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ট্রেনের নিচে পড়ে একজন আহত হওয়ার সত্যতা স্বীকার করে বলেন তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।


    error: Content is protected !! please contact me 01718066090