আজ

  • রবিবার
  • ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পরশুরামে ইউএনওর বিদায় ও বরণ

  • নিজস্ব প্রতিনিধি
  • পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে ইয়াছমিন আকতার যোগদান করেছেন। বুধবার (১৬ অক্টোবর) সকালে নবাগত ইউএনও ইয়াছমিন আকতারকে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাছিনা আকতার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।

    মোহাম্মদ রাসেলুল কাদের শরীয়তপুর জেলায় বদলী হয়েছেন। তিনি গত বছরের ৫ নভেম্বর পরশুরামে ইউএনও হিসাবে যোগদান করে অত্যান্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। নবাগত ইউএনও ইয়াছমিন আকতার ৩১ তম বিসিএসে সহকারী কমিশনার হিসাবে কর্মজীবন শুরু করেন, তিনি এর আগে চট্রগ্রাম, সিলেট, কুমিল্লা সহকারী কমিশনার ও সিনিয়র সহকারী সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়ী নোয়াখালী জেলায়।

    অপরদিকে উপজেলা পরিষদের উদ্যোগে বুধবার সকালে বরণ ও বিদায় সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা খোকা মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। অনুষ্ঠানে নবাগত ইউএনও ও সদ্য বিদায়ী ইউএনও কে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল ফুলেল শুভেচ্ছা জানান।
    এছাড়াও নবাগত ইউএনও কে মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো নরুজ্জামাান ভুট্রো, চিথলিয়ার চেয়ারম্যান জসিম উদ্দিন , বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন, স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, উপজেলা কর্মচারী কল্যান সমিতির নেতৃবৃন্ধ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

    নবাগত পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছমিন আকতার দায়িত্ব পালনকালীন সময়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।

    ফেনী ট্রিবিউন/ এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090