আজ

  • রবিবার
  • ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

’আমি লজ্জিত মহানায়ক’

  • মু. মোজাম্মেল হোসেন
  • আমি লজ্জিত মহানায়ক!
    সেদিন আমার জন্ম হয়নি বলে
    ঘাতকের হাত থেকে বাঁচাতে পারিনি তোমাকে।

    আমি লজ্জিত মহানায়ক!
    সেদিন সুবহে সাদিকে মুয়াজ্জিনের কণ্ঠে আমার ঘুম ভাঙ্গেনি বলে
    তোমার হত্যার প্রতিশোধে খুনের বদলা নিতে রাজপথে আমার কোন ভুমিকা ছিলো না বলে।

    আমি লজ্জিত মহানায়ক!
    তোমার খুনি খুনের মঞ্চ তৈরিতে সহযোগিতাকারী সকলে
    আমার চোখ এখনো দেখছে তাদেরকে দম্ভ করে চলে ওরা পদ্মা মেঘনা যমুনার তীরে।

    আমি লজ্জিত মহানায়ক!
    তোমার খুনের রক্ত লেগে আছে যাদের হাতে
    উল্লাসে মেতেছে যারা রাজপথে তারাই আজ দেশের কর্তা সেজে বসে আছে।

    আমি লজ্জিত মহানায়ক!
    মুক্তিকামী মানুষের কণ্ঠস্বর যে দল তোমার ছিলো
    তোমার হত্যার কুশীলবরা সব সে দলের বড় পদে আজ আসীন হলো।

    আমি লজ্জিত মহানায়ক!
    আজো দেখি তোমার স্বপ্নের লাল সবুজের দেশে
    নরঘাতক রক্তপিপাসুরা ঘাপটি মেরে লুকিয়ে আছে সবখানে।

    আমি লজ্জিত মহানায়ক!
    আজো বিনির্মাণ হয়নি তোমার স্বপ্নের সোনার বাংলা
    এখনো লুণ্ঠন করে খায় গরীব মেহনতি মানুষের অধিকার চোর চাটার দল ওরা।

    আমি লজ্জিত মহানায়ক!
    যে কণ্ঠ তোমার দুর্নীতির বিরুদ্ধে ছিলো সদা উচ্চকিত
    সে দুর্নীতিবাজরা আজ গিলে খাচ্ছে তোমার স্বপ্নের মানচিত্র।

    আমি লজ্জিত মহানায়ক!
    তোমার কথায় তোমার স্বপ্ন পূরণে ঝাঁপ দিয়েছে যারা রণাঙ্গনে তাদের সে স্বপ্ন কেন আজোও অধরা রয়ে গেলো অগোচরে।

    আমি লজ্জিত মহানায়ক!
    সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করতে তুমি জীবনের রঙ্গিন বসন্তগুলো কাটিয়ে দিলে চার দেয়ালে থেকে বন্দি।

    আমি লজ্জিত মহানায়ক!
    যে দেশকে দেশের মানুষকে ভালোবেসে জীবন যৌবন করেছো নিঃশেষ সে দেশ দেশের মানুষ আজ গভীর ষড়যন্ত্রের জালে স্বাধীনতাকে খুঁজছে অহর্নিশ।

    আমি লজ্জিত মহানায়ক!
    যে মাটি তোমার রক্তে রঞ্জিত হয়েছে উর্বর হয়েছে ভূমি
    যেমনটা চেয়ে ছিলে তুমি সত্যিকার অর্থে সে মাটির মুক্তি আজো আসেনি।

    আমি লজ্জিত! তবে দৃঢ় প্রতিজ্ঞ হে মহানায়ক!
    তোমাকে হারানোর পঁয়তাল্লিশতম শোকাবহ এই দিনে
    তোমার প্রতি ফোটা রক্ত ছুঁয়ে কসম হে মহানায়ক!
    শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে তোমার চির আরাধ্য স্বপ্নের দেশ একদিন গড়বোই জুলুমবাজ দুর্নীতিবাজদের শিকড় একদিন ঠিকঠাক উপড়ে নিবোই। সেদিনই কেবল তোমার হত্যার বদলা নিবো রক্তের ঋণও শুধিবো সেদিন।


    error: Content is protected !! please contact me 01718066090