আজ

  • বুধবার
  • ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণের ঘোষণা স্টার লাইন ফুড প্রোডাক্টস’র

  • ফেনী ট্রিবিউন রিপোর্ট
  • নিজস্ব প্রতিবেদক :
    ফেনীর স্টার লাইন ফুড প্রোডাক্টস’র সৌজন্যে
    ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্র তৈরীর
    ঘোষণা দেওয়া হয়েছে।মঙ্গলবার রাতে রাজধানীর
    জলপাই রেস্তোয়ায় এমন ঘোষণা দেন কর্তৃপক্ষ ।এ
    উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি
    ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ,টিভি ও
    ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
    অধ্যাপক ডঃ শফিউল আলম ভুঁইয়া।বক্তব্যে তিনি
    বলেন,যৌথ প্রযোজনার নতুন নীতিমালা যথাযথভাবে
    অনুসরনের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হতে পারে এই
    চলচ্চিত্র। এ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সকলকে
    অভিনন্দন জানিয়ে স্টারলাইন গ্রুপের ন্যায় দেশের
    আরো সব স্বনামধন্য শিল্পপতিদের চলচ্চিত্রে
    বিনিয়োগের আহ্বান জানান তিনি।
    বিশেষ অতিথি ছিলেন স্টারলাইন গ্রুপের পরিচালক
    (মার্কেটিং)মাইন উদ্দিন।
    তিনি বলেন,আমরা শুধু ব্যবসার কথা মাথায় রেখে
    বিনিয়োগ করিনা।আমরা বিনিয়োগের ক্ষেত্রে
    এটাও মাথায় রাখি,আমাদের বিনিয়োগের ফলে দেশ
    কিভাবে উপকৃত হলো।যেকোন সৃষ্টিশীল কাজে
    বিনিয়োগের ক্ষেত্রে আমরা
    কন্টেন্টের কোয়ালিটিকে প্রাধান্য দিয়ে থাকি।
    এক্ষেত্রে কোন দর্শকের সমালোচনাকেও আমরা
    প্রাধান্য দিই।
    অনুষ্ঠান সঞ্চালনা করেন চলচ্চিত্রটির পরিচালক
    মিনহাজ আল দীন।এসময় তিনি বলেন, আমরা আজ
    কেবল ঘোষনা দিলাম চলচ্চিত্রের। আমরা শুধুমাত্র
    এই চলচ্চিত্রের গান,ট্রেলার ও নায়ক-নায়িকাদের
    নিয়ে শুটিং এর পর আরেকটি প্রোগ্রাম করবো।
    বাকিসব তার আগ পর্যন্ত আমরা চমক হিসেবে রাখতে
    চাই। কন্টেন্ট দেখে আপনাদের ভাল না লাগলে তার
    নেগেটিভ রিভিউ ও আমরা সাদরে মেনে নেব। তিনি
    তার বক্তব্যে স্টারলাইন গ্রুপকে এ মহতি উদ্যোগে
    অংশ নেয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং
    আগত অতিথি ও সাংবাদিকদের সাধুবাদ জানান।
    অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিদের মাঝে ঘরবাড়ি
    প্রযোজনা প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ আকরাম,
    সুরাঞ্জলীর স্বত্বাধিকারী কাইয়ুম খান, স্পার্ক
    মাল্টিমিডিয়ার কর্ণধার উজ্জল খান এবং স্টারলাইন
    গ্রুপের সিনিয়র জিএম সঞ্জীব কুমার সাহা,বড়
    পর্দার অভিনেত্রী শবনম পারভিনসহ বিভিন্ন
    পর্যায়ের অভিনেতা-অভিনেত্রী ও সুরকার ছাড়াও
    বিনোদন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
    ছবির পরিচালক ও সহযোগী প্রযোজক মিনহাজ আল
    দীনের পরিচালনায় নির্মিত ভালোবাসা দিবস
    উপলক্ষে প্রকাশিতব্য দুটো মিউজিক ভিডিও
    অনুষ্ঠানে বড় পর্দায় দেখানো হয়।
    আগত সবাইকে শুভকামনা জানিয়ে ভারতীয় প্রযোজক
    ভিশন এন্টারটেনমেন্টের কর্ণধার আশিষ দে ভিডিও
    বার্তার মাধ্যমে তার বক্তব্য তুলে ধরেন।
    পহেলা ফাল্গুন উপলক্ষে অনুষ্ঠানে আগত সকলকে
    কবি ও সাংবাদিক লিমন আহমেদের লেখা “ বুকের
    ভেতর পিঁপড়া হাটে” বইটি আয়োজকদের পক্ষ থেকে
    শুভেচ্ছা উপহার দেয়া হয়।
    এর আগে ভারতের ভিশন এন্টারটেইনমেন্টের সঙ্গে
    বাংলাদেশের স্পার্ক মাল্টিমিডিয়া ও আল দীন
    প্রোডাকশন্সের যৌথ প্রযোজনায় একটি চলচ্চিত্র
    নির্মাণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
    এ উদ্যোগের সাথে পৃষ্ঠপোষকতা করছেন দেশের
    স্বনামধন্য প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপ।


    error: Content is protected !! please contact me 01718066090