আজ

  • মঙ্গলবার
  • ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রখ্যাত সাংবাদিক আবদুস সালামের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ

  • নিজস্ব প্রতিনিধি
  • প্রখ্যাত সাংবাদিক ও দি বাংলাদেশ অবজারভারের সাবেক সম্পাদক আবদুস সালামের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে নানা কর্মসহৃচি গ্রহণ করা হয়েছে। সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত আবদুস সালাম ভাষা আন্দোলনে প্রথম কারাবরণকারী সম্পাদক, পাকিস্তান সম্পাদক পরিষদের সভাপতি, সাবেক পূর্ব-পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য, বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউটের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও জাতীয় প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৭৭ সালের আজকের এ দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

    এ উপলক্ষে সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদের উদ্যোগে আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে স্মরণসভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। সভাপতিত্ব করবেন বাংলাদেশ অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। এতে আলোচক হিসেবে থাকবেন জাতীয় দৈনিকের সম্পাদক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবীগণ। এছাড়া আজ সকালে মরহুমের বনানীস্থ কবরে পুষ্পমাল্য অর্পণ ও বাদ জোহর ধানমন্ডির বাসভবনে কাঙালি ভোজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    আবদুস সালাম ১৯১০ সালের ২ আগস্ট ফেনী জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে প্রথম হয়ে টনি মেমোরিয়াল স্বর্ণপদক পান। কিছুদিন ফেনী কলেজে অধ্যাপনার পরে সরকারি চাকরিতে যোগ দেন। ব্রিটিশ সরকারের আমলে আয়কর, সিভিল সাপ্লাইজ, অডিট ইত্যাদি বিভাগে অনেক গুরুত্বপহৃর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। দেশ বিভাগের সময় তিনি ঢাকা চলে আসেন এবং কিছু দিনের মধ্যে পূর্ব বাংলা সরকারের উপ-মহাহিসাব পরিচালক নিযুক্ত হন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090