আজ

  • বৃহস্পতিবার
  • ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ বালক-বালিকা (অনূর্ধ্ব-১৫) প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

  • ক্রীড়া প্রতিবেদক
  • যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২৪ এর আওতায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ বালক-বালিকা (অনূর্ধ্ব-১৫) প্রতিযোগিতা ফেনী জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী ০৬ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

    ফেনী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

    ফেনী জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম, সদস্য জাহাঙ্গীর আলম, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম পাটোয়ার, মাহিনুর জাহান লাবনী, মঞ্জিলা আক্তার মিমি, দীপক চন্দ্র নাথ।

    প্রশিক্ষণ শেষে ফেনী ফুটবল একাডেমীর সাথে ক্রীড়া পরিদপ্তরের প্রশিক্ষণ টিমের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ২-২ গোলে খেলা ড্র হয়। শেষে প্রশিক্ষনার্থী খেলোয়াড়দের মাঝে সনদ ও অংশগ্রহণকারী সকলের মাঝে ম্যাডেল তুলে দেন অতিথিবৃন্দ।

    ফেনী জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ জানান, ফেনীতে ২৮ জন বালক-বালিকাকে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়। এর মধ্যে থেকে পাঁচজন চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090