আজ

  • বৃহস্পতিবার
  • ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে মাদক নিরাময়কেন্দ্রে রোগীর ‘রহস্যজনক’ মৃত্যু

  • শহর প্রতিনিধি
  • ফেনীতে নিউ আরশী নামে একটি মাদক নিরাময়কেন্দ্রে মো. লিটন নামের এক রোগীর রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে লিটনের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

    লিটন কুমিল্লা জেলার হোমনা উপজেলার শ্যামনগর এলাকার ব্যাপারী বাড়ির হোসেন মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে ফেনীর মহিপাল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শহরতলীর পাগলা মিয়া সড়কে একটি ভাঙারি দোকান পরিচালনা করে আসছিলেন তিনি।

    নিহত লিটনের স্ত্রীর রুমা বেগম বলেন, ‘লিটন দীর্ঘদিন থেকে মাদকাসক্ত ছিলেন। গত ২৭ নভেম্বর তাকে তিন মাসের জন্য নিউ আরশী রিহ্যাবিটেশন সেন্টারে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরের পর রিহ্যাবিটেশন সেন্টার থেকে কল দিয়ে আমাকে বলা হয়, লিটন বাথরুমে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে খবর নিয়ে জানতে পারি আমার স্বামীকে তারা নির্যাতন করে হত্যা করেছে। ঘটনার পর থেকে রিহ্যাবিটেশন সেন্টারের লোকজন লিটনের মৃত্যুর বিষয়ে বিভিন্ন রকম কথা বলছেন।’

    এ বিষয়ে নিউ আরশী মাদক নিরাময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান শহিদুল ইসলাম জসিম বলেন, ‘লিটন আমাদের পুরোনো রোগী। ৪০ দিন আগে তার স্ত্রী এসে তাকে পুনরায় চিকিৎসার জন্য ভর্তি করিয়ে যান। মঙ্গলবার সেন্টারের বাথরুমে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লিটনকে অন্য রোগীরা উদ্ধার করে। লিটন আমাদের প্রতিষ্ঠানের সেবা গ্রহীতা। তাকে হত্যা করার প্রশ্নই ওঠে না।’

    ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘রিহ্যাবিটেশন সেন্টারে ওই ব্যক্তির মৃত্যুর পর মরদেহ উদ্ধার ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090