আজ

  • বৃহস্পতিবার
  • ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

“ইমাম, জনপ্রতিনিধি ও শিক্ষকরা ভালো বার্তা ছড়িয়ে দিলে মাদক নির্মুল হওয়া সম্ভব”

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেছেন, মাদক প্রতিরোধ করতে প্রশাসন সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। মানুষ যদি সচেতন হয় আইনশৃঙ্খলা বাহিনীর কাজ সহজ হয়। মাদক ও চোরাচালান বিরোধী বিষয়ে যদি ইমাম-মুয়াজ্জিনরা মসজিদে সচেতন করে পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাসহ শিক্ষকরা যদি ভালো বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারে তবে মাদক নির্মুল হওয়া সম্ভব। ফেনীতে চোরাচালান বিরোধী মোটিভেশনাল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আজ ০৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ফেনী সদর উপজেলা পরিষদের আয়োজনে ধর্মপুর টিবি হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ।

    উপজেলা ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামছুল আলম, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা, শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঞা, মাওলানা সৈয়দ
    মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন, শিক্ষার্থী মুমতাহিনা তাহের।

    বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাকির হাসান বলেন, মাদক ও চোরাচালান দুটিই অপরাধ। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। গুটি কয়েকজন এলাকায় খারাপ থাকে। তাদের জন্য এলাকার বদনাম হয়। এটি প্রতিহত করতে এলাকাবাসীকে উদ্যোগ নিতে হবে। এসব খারাপ ব্যবসায়ীদের ধরিয়ে দিতে হবে। চোরাচালানের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। সামগ্রিকভাবে প্রতিহত করতে এলাকাবাসীকে দায়িত্ব নিয়ে মাদকব্যবসায়ীদের চিহ্নিত করে রাখতে হবে।

    এসময় অন্যান্যের মধ্যে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক সফিকুর রেদোয়ান আরমান শাকিল, এনএসআই এর উপপরিচালক মো. শাহ আরমান আহমেদ, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

    সভায় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090