আজ

  • বুধবার
  • ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনাগাজীতে ৫ হাজার পরিবার পেল ইফতার সামগ্রী

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

    প্রতি ইউনিয়নের ৪০০ পরিবারকে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে এই ইফতার সামগ্রী তুলে দেন আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার। ইফতার সামগ্রী মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, খেজুর, ছোলা।

    এসব বিতরণকালে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মফিজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বিটু, চর মজলিসপুর ইউপি মোহাম্মদ হোসেন, বগাদানা ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন বাবুল, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল ও চর দরবেশ ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু প্রমুখ।

    আবুল বাশার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন গ্রামে গ্রামে গিয়ে অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সোনাগাজী ও দাগনভূঞা এ দুই উপজেলার ১০ হাজার পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এতে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090