আজ

  • সোমবার
  • ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পশ্চিম ডাক্তার পাড়ায় রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • ক্রীড়া প্রতিবেদক
  • বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে ফেনী শহরের পশ্চিম ডাক্তার পাড়ায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে। রবিবার (১ মার্চ) রাতে ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী টুর্নামেন্টের উদ্বোধন করেন।

    পশ্চিম ডাক্তার পাড়া সমাজ উন্নয়ন পরিষদের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাব মুন্না, ফেনী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া উপস্থিত ছিলেন।

    পশ্চিম ডাক্তার পাড়া সমাজ উন্নয়ন পরিষদ সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বখতেয়ার মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদ সহ-সভাপতি নুরুল আমিন, টুর্নামেন্ট পরিচালনা পরিষদের আহবায়ক নাসির উদ্দিন হায়দার সাইমুম, পশ্চিম ডাক্তার পাড়া সংসদ সভাপতি নাহিদুল আলম নয়ন।

    ২০০১ সালে প্রতিষ্ঠিত এই পরিষদ গত ১৪ বছর ধরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট চালিয়ে আসছে। নতুন করে এবারই চালু করা হলো মিনিবার ফুটবল টুর্নামেন্টের। পশ্চিম ডাক্তার পাড়া সমাজ উন্নয়ন পরিষদ কার্যালয় মাঠে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নকআউট পদ্ধতিতে ২২টি দল ১১টি ম্যাচে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

    পরিষদের সাধারণ সম্পাদক বখতেয়ার মুন্না জানান, পশ্চিম ডাক্তার পাড়ায় ক্রীড়াসহ সকল সামাজিক কর্মকান্ড সম্ভব হয়েছে নবীণ প্রবীণের সমন্বয়ে পথচলার কারণেই।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090