আজ

  • সোমবার
  • ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • শহর প্রতিনিধি
  • ফেনীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে ০১ অক্টোবর জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে প্রবীণ হিতৈষী সংঘের সহযোগিতায় বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে র‌্যালী ও আলোচনা সভা অনষ্ঠিত হয়।

    “মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পরম-শ্রদ্ধায়” এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমান। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, সুইড বাংলাদেশের সভাপতি কামাল হাসান চৌধুরী, জেলা সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, প্রবীণ হিতৈষী সংঘ ফেনীর সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহম্মেদ বুলবুল ও সাধারণ সম্পাদক এ.আর.এম আহসান উল্যাহ।

    ফেনী সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো. শহিদুল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সুইড বাংলাদেশ ফেনী শাখার সাধারণ সম্পাদক এডভোকেট সমির চন্দ্র কর, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির ফেনী শাখার সাধারণ সম্পাদক গোলাম হায়দার, ফেনী পশ্চিমাঞ্চল কমিউনিটির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, প্রবীণ হিতৈষী সংঘ ফেনীর সহ-সভাপতি মর্জিনা আক্তার প্রমুখ।

    এসময় প্রবীণ হিতৈষী সংঘের সদস্য ও সেচ্ছাসেবী সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    সম্পাদনা : এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090