আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফতেহপুর উচ্চ বিদ্যালয় মাদক সন্ত্রাস ইভটিজিং প্রতিরোধে সমাবেশ

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী সদর উপজেলার ফতেহপুরে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ ও ধর্ষণ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে স্কুল প্রাঙ্গণে শর্শদি ইউপি চেয়ারম্যান ও স্কুলের সভাপতি মো. জানে আলম ভূঞার সভাপতিত্বে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন।

    বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি ও ডিবিসি নিউজ, ডেইলী অবজারভারের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, শর্শদি ইউনিয়ন আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক শফিক পাটোয়ারী।

    বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহম্মদ ইউসুফ ভূঁইয়া, ফতেহপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এনাম উল্ল্যাহ এলএলবি, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য হাজী এস.এম মিজানুর রহমান, সাবেক সদস্য মো. ইসমাইল হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব আজিমুর রহমান, আজিজুল হক চৌধুরী প্রমুখ।

    মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ ও ধর্ষণ প্রতিরোধ বিষয়ক এ সমাবেশে স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসী এর বিরুদ্ধে সোচ্ছার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090