“ধর্মীয় কাজ থেমে থাকে না। মহানুভব ব্যক্তিরা এর হাল ধরে এগিয়ে নিয়ে যান। ফলে দেশে মসজিদ-মাদ্রাসাগুলো এগিয়ে যাচ্ছে। আর এই দ্বীনি মাদ্রাসাগুলোর মাধ্যমে সারাদেশে ইসলামের আলো ছড়িয়ে পড়বে। এ আলোর বর্তিকা সুনাগরিক তৈরি করে, আদর্শ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব প্রতিষ্ঠানে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে হবে।”
ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আল-জামেয়াতুল ইসলামীয়া মাদ্রাসা লতিফপুর এর বহুতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেনীস্থ স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন এসব কথা বলেন।
আজ শুক্রবার ৩১ মে বিকেলে স্থানীয় মসজিদে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন, জহিরিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইলিয়াছ বিন নাজিম, বিসিক শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব রোটারিয়ান ড. বেলাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম রাবার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ ভুলু, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া ও পুলিশ লাইন জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আবদুল্লাহ।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পল্লী বিদ্যুত সমিতির সাবেক সহ-সভাপতি ইসমাঈল হোসেন লিটন, জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ গোলাম মাওলা, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, দীপ্ত টিভির ফেনী প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন,
ফাতেমা (রা.) বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নিজাম উদ্দিন, জামিয়াতুল ইসলামীয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আশরাফ উদ্দিন, ফেনী সরকারি কলেজের সাবেক জিএস রবিউল হক ভূঁইয়া রবিন, লতিফপুর জামে মসজিদের খতিব মাওলানা আবু বক্করসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি ইলিয়াছ বিন নাজিম।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি