আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাখিলে ফেনীতে সেরা ফালাহীয়া মাদ্রাসা

  • শহর প্রতিনিধি
  • বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের দাখিল পরীক্ষার ফলাফলে এবারও আধিপত্য ধরে রেখেছে ফেনীর আল জামেয়াতুল ফালাহীয়া কামিল মাদ্রাসা। ২০২০ সালের পরীক্ষায় ২৪৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে।এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬২জন। ১৬৮ জন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে। অপরদিকে ফেনী আলীয়া মাদ্রাসায় জিপিএ ৫ পেয়েছে ২ জন।এখানে ১১৭ শিক্ষার্থীর ১১১ জন পাশ করেছে।

    অধ্যক্ষ মুফতি মাওলানা ফারুক আহমাদ বলেন, দক্ষ শিক্ষকদের পরিকল্পিত পাঠদান ও শিক্ষার্থীদের অধ্যবসায় এর পাশাপাশি গভর্নিং বডির আন্তরিক তত্বাবধান। আল জামেয়াতুল ফালাহীয়া প্রতিবারই ভাল ফলাফল করে আসছে। তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং গভর্নিং বডির চেয়ারম্যান সহ সব সদস্য ও শিক্ষকবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

    গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ্ব কেবিএম জাহাঙ্গীর আলম ধারাবাহিকতা ধরে রেখে ভাল ফলাফল করার জন্য সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

    ফেনী ট্রিবিউন/এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090