ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেছেন, দুষ্কৃতিকারীরা ধর্মকে কাজে লাগিয়ে সমাজকে অস্থিতিশীল করতে চায়। গুজব সৃষ্টিকারীরা সুপরিকল্পিতভাবে নিজেদের স্বার্থ বাস্তবায়ন করার জন্য গুজব সৃষ্টি করে। বাংলাদেশে ইসলাম, আল কোরআন ও হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে মানুষের আবেগকে কাজে লাগিয়ে একটি গোষ্ঠী গুজব সৃষ্টিতে কাজ করে। গুজব প্রতিরোধে অন্যতম উপায় হলো সচেতনতা সৃষ্টি করা এবং গুজবে কান না দেওয়া।
বুধবার (৩০ মার্চ) বিকেলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ইসলাম যুক্তির ওপর বিশ্বাস করে এখানে অযৌক্তিক দাঙ্গার কোনো স্থান নেই। হজরত মুহাম্মদ (সা.) সমাজের শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে ইহুদিদের সাথেও চুক্তি করেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, দেশে গুটি কয়েক লোক সাম্প্রদায়িত সম্প্রীতি ধ্বংসের পাঁয়তারা করছে। গুজবের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কিছু লোক আছে যারা গোলাপানিতে মাছ শিকার করতে চায়। এটা সমাজের শান্তি বিনষ্টে বড় ধরনের ভূমিকা রাখে। একটা সম্প্রদায় আছে, যারা দেশকে অস্থিতিশীল করে নিজেদের ফায়দা লুটতে চায়।
এসপি বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলামে উগ্রবাদের স্থান নেই। সকল ধর্মের অনুশাসন সমাজে শান্তির কথা বলে। অনুষ্ঠানে আগত নারীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সন্তানকে একজন ভালো মানুষ করতে মায়েদের ভূমিকা অনেক। একজন মা পারেন তার সন্তানদের সুসন্তান করে গড়ে তুলতে।
ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, মুক্তিযুদ্ধের ৫০ বছরেও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে হয়! এসব কথা যত কম বলব তত আমাদের দেশ এগিয়ে যাবে। আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। ফেনীতে সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার পরিবেশ বিরাজ করছে। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টায় জেলার সকল ধর্মের মানুষ একই ছাতার নিচে অবস্থান করছে।
ফেনী জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বী মনিরের সভাপতিত্বে ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্যাহ, ইসলামী ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচালক মো. ইউসুফ আলী, ফেনী মডেল থানার অফিসার ইনর্চাজ নিজাম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
সাংস্কৃতিক কর্মী পীথ্বী রাজ চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য দেন বালিগাঁও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি