আজ

  • সোমবার
  • ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনী পৌঁছেছে করোনা ভ্যাকসিন

  • নিজস্ব প্রতিনিধি
  • ফ্রিজআপ ভ্যানে করে নিরাপত্তার মধ্যদিয়ে ফেনীতে পৌঁছেছে করোনা ভ্যাকসিন। রোববার (৩১ জানুয়ারী) ভোরে ফেনীর সিভিল সার্জন মীর মোবারক হোসেনের কাছে এ ভ্যাকসিন হস্তান্তর করে বেক্সিমকো গ্রুপ।

    সিভিল সার্জন জানান, ইতোমধ্যে ভ্যাকসিন প্রয়োগের জন্য ৩৫ জন টিকাদান কর্মীকে আগামীকাল সোমবার ও মঙ্গলবার দুইদিন ব্যাপী প্রশিক্ষণ দেবে স্বাস্থ্য বিভাগ। ভ্যাকসিন প্রয়োগের জন্য ইতোমধ্যে ১৮টি বুথ স্থাপনের পরিকল্পনা নিয়েছে সিভিল সার্জন।

    মো. মীর মোবারক হোসেন জানান, জেলা ও উপজেলা পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগের জন্য জেলার পাঁচ উপজেলায় দুইটি করে মোট ১০টি এবং ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে আটটি বুথ স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি বুথে দুই জন টিকাদানকারী ও চার জন স্বেচ্ছাসেবক প্রস্তুুত করা হচ্ছে।

    আগামী ফেব্রুয়ারীর ৭ তারিখ থেকে করোনা প্রতিরোধক ভ্যাকসিন পেতে যাচ্ছে ফেনী জেলার বাসিন্দারা। তালিকা প্রস্তুতের কাজ চলছে। প্রথম ধাপে বিনামূল্যে ৪৮শ ভায়ালে ৪৮ হাজার ডোজ ভ্যাকসিন ফেনীর মানুষের মাঝে বিতরণ করা যাবে।

    ইতিমধ্যে ভ্যাকসিন মজুদ রাখা হয়েছে সিভিল সার্জন অফিসের ইপিআই স্টোরে। ভ্যকসিন প্রয়োগ করতে ৬ জন করে মোট ১৮টি টিম প্রস্তুত রাখা হয়েছে।

    গত বছরের ১৬ এপ্রিল ফেনী জেলার ছাগলনাইয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপরই প্রতিদিন নতুন নতুন রোগী আক্রান্তের খবর পাওয়া যায়। ফলে সরকারী তথ্যমতে,গত ৯ মাসে ২ হাজার ২শ ৬৮ জন আক্রান্ত ও মৃত্যুবরণ করেন ৪৫ জন। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয় অসংখ্য মানুষের।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090