আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে তথ্য অফিসের পথ প্রচার ও মাস্ক বিতরণ কার্যক্রম

  • নিজস্ব প্রতিনিধি
  • করোনাভাইরাস সংক্রমণ রোধে ফেনী জেলা তথ্য অফিস সচেনতামুলক প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শহর-শহরতলী, গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লায় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা প্রচার করে যাচ্ছে জেলা তথ্য অফিস ফেনী। জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বী মনির প্রচার কার্যক্রম নিয়মিত মনিটর করছেন। তিনি নিজেও সরাসরি প্রচার কার্যক্রমে অংশ নিয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করছেন।

    আজ বুধবার জেলা তথ্য অফিস ফেনীর সৌজন্যে শহরের বিভিন্ন স্থানে পথ প্রচার ও মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বী মনির উক্ত কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

    জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বী মনির বলেন, সরকার আরোপিত বিধি নিষেধ জেলা তথ্য অফিস তাৎক্ষণিক মাইকের মাধ্যমে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। করোনা মোকাবেলায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে প্রতিনিয়ত প্রচার টিম কাজ করছে। সড়ক প্রচারের পাশাপাশি সচেতনামুলক লিফলেট বিতরণ, বিভিন্ন দপ্তর, জনসমাগম স্থানে ফেস্টুন, বিল বোর্ড স্থাপন করা হয়েছে। এ ছাড়াও পথ কমিউনিটি সভা, উঠান বৈঠকের মাধ্যমে জনগণকে সচেতন করার কাজ করে যাচ্ছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090