আজ

  • শুক্রবার
  • ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

জেএফএ অ-১২ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্যায়ে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন

  • নিজস্ব প্রতিনিধি
  • ‘জেএফএ অ-১২ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ (ট্যালেন্টহান্ট)-২০২৩ ’এর আঞ্চলিক পর্যায়ের ফাইনাল খেলা ৩০ মে মঙ্গলবার বিকালে ফেনী ভাষা শহীদ আবদুস সালাম ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

    ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রাঙ্গামাটি জেলা ফুটবল দল বনাম ফেনী জেলা ফুটবল দলের মধ্যে। নির্দিষ্ট সময়ে কোন দল গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে রাঙ্গমাটি দল ফেনীকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

    পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. মাসুদুর রহমান, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

    ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি কেবিএম জাহাঙ্গির আলমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম।

    ফেনী জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ফেনী জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, ফেনী জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ক্রীড়ামোদি দর্শকবৃন্দ।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090