ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে ডিআইজি-এসপি পরিচয়ে কোটি টাকা হাতিয়ে নেয়া ফখরুদ্দিন মোহাম্মদ আজাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে বিচারক এএসএম এমরান দুই দিনের রিমান্ড মঞ্চুর করেন।
বিপিআই’র ওসি শাহ আলম জানান, ফখরুদ্দিন মোহাম্মদ আজাদ দীর্ঘদিন ধরে কখনো ডিআইজি, কখনো এসপি সেজে মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা করতেন। ১৪ জানুয়ারি রাজধানীর খিলগাঁও থেকে তাকে আটক করা হয়।
ওসি শাহ আলম আরো জানান, ১৯৯১ সালে ফখরুদ্দিন এসআই পদে যোগ দেন। পরে ঘুষ গ্রহণের অভিযোগে চাকরিচ্যুত হন। সেই থেকে প্রতারণা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িয়ে পড়েন। ২০০০ সালেও তাকে পুলিশের পোষাক, র্যাংক ব্যাজ, পুলিশের স্টিকারযুক্ত প্রাইভেটকার, ভুয়া নিয়োগপত্রসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ফেনী ট্রিবিউন/এআর/এএএম