ঔষধ সেবায় সারাদেশে প্রথম, দেশের সর্ববৃহৎ ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজ ফার্মার ৪৫তম শাখা ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জব্বার মার্কেটের নিচ তলায় বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন উপলক্ষে বেস্ট ইন হোটেলের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনীস্থ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব পিকেএম এনামুল করিম। লাজ ফার্মা লিমিটেড’র চেয়ারম্যান সৈয়দা মাহফুজা রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা ড্রাগ সুপার সালমা সিদ্দিকী, ফেনী জেলা কেমিস্ট এন্ড ড্রগিষ্ট সমিতির সভাপতি নাসির উদ্দিন মিলন, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী।
লাজফার্মা ফেনী শাখার পরিচালক মোশাররফ হোসেন ভূঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী বেসরকারী হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু জোবায়ের ভূঞা মুন্না, লাজফার্মা ফেনী শাখার পরিচালক মনোয়ার হোসেন সেন্টু।
এ সময় উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক সুজন চৌধুরী, লাজ ফার্মা লিমিটেড’র পরিচালক সাকিব রহমান ও সুমনা রহমান, ব্যবসায়ী আবদুল গোফরান বাচ্চু, সাংবাদিক নুরুল করিম মজুমদার, মীর হোসেন মীরু, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আবুল কাশেম, বিএমএ ফেনী শাখার সভাপতি ডা. সাহেদুল ইসলাম ভূঞা কাওসার, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসেন ভূঞা, লাজফার্মা ফেনী শাখার পরিচালক আনোয়ার হোসেন মানিক, দেলোয়ার হোসেন মানিকসহ ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বেসরকারী হাসপাতাল মালিক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এছাড়া অনুষ্ঠানে কেক কেটে লাজফার্মার ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমানের ৭০তম জন্মদিন উদযাপন করা হয়।
লাজফার্মার ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান বলেন, দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী খুচরা ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজফার্মা বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক স্বীকৃত দেশের সর্বপ্রথম মডেল ফার্মেসী। এখানে কোন ভেজাল ও নকল ঔষধ নেই। লাজফার্মা রেজিস্ট্রার্ড গ্রেড-১ ফার্মাসিষ্ট এর তত্ত্বাবধানে পরিচালিত হবে। অভিজ্ঞ সেলস্ম্যান ও ডিপ্লোমা ফার্মাসিস্ট দ্বারা ঔষধ ডিম্পেসিং এর নিশ্চয়তা বিধান করা হয়। এখানে নিদিষ্ট ঔষধগুলো নিদিষ্ট তাপমাত্রায় রাখা হয়। তবে এসব বিষয়ে কোন অভিযোগ পেলে আমরা শাখা বাতিল করে দিব। শাখাটির সবোত্তম সেবা পেতে সকলের সহযোগীতা কামনা করেন।
লাজফার্মা ফেনী শাখার পরিচালক মনোয়ার হোসেন সেন্টু জানান, ফেনীর মানুষ যাতে ঔষুধ সেবা সহজেই পেতে পারে সেজন্য ২৬শ স্কয়ার ফুট জায়গায় বৃহৎআকারে লাজ ফার্মার শাখা তৈরী করা হয়েছে। আশাকরি মানুষ ন্যায্যমূল্য ঔষুধ সেবা সহজেই পাবে। ২৪ ঘন্টা খোলা দেশের সর্ববৃহৎ এই মেডিসিন সপে দেশী-বিদেশী সকল ঔষধ পাওয়া যাবে এই ফার্মেসী এন্ড ডিপার্টমেন্টাল স্টোরে। অথ্যাৎ এক দোকানে সকল ধরনের ঔষধ পাওয়া যাবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি