ফেনীর রুহিতিয়া থেকে বৃহস্পতিবার ভোরে অটোরিকশা চুরি, অজ্ঞান পার্টি, ডাকাত দলের মূলহোতাসহ চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতাররা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ীর মিন্টু, সুধারামের মোশারফ, জামালপুরের আবদুল, বাগেরহাটের রামপালের সালাম শেখ।
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনীর এসপি খোন্দকার নুরনবী।
তিনি জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনীসহ বিভিন্ন জেলায় অটোরিকশা ছিনতাই, যারীদের চেতনানাশক ওষুধ খাইয়ে লুটপাট ও ডাকাতি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরতলীর রুহিতিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় অস্ত্র-গুলি, চোরাই অটোরিকশা, চেতনানাশক ওষুধ ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এসপি আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ফেনী ট্রিবিউন/এআর/এটি