ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কসকা এলাকা থেকে বৃহস্পতিবার বিকালে মলম পার্টির ২ সদস্যকে আটক করেছে র্যাব।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, র্যাবের নিয়মিত টহল দল ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে চট্টগ্রাম থেকে ফেনীগামী বাস জ ঝঙটউওঅ (১১-০৫৮৬) তে একদল অজ্ঞান পার্টি-মলম পাটি অবস্থান করছে। র্যাব টহল দল কসকা এলাকায় চেকপোস্ট বসায়।
এ সময় বাসের ড্রাইভার, হেলপার ও যাত্রীদের সহায়তায় অজ্ঞান পাটির দুই সদস্য নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাতানিয়া গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে ৫ মামলার আসামী মো. হারুন (৪৫), একই উপজেলার জামালপুর মৃত ছায়েদ আলীর ছেলে মো. নূর ইসলাম (৪০) কে আটক করা হয়। ভিকটিম বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় পাঠানোর প্রস্তুতি চলছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি