আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলগাজীতে এসএসসি পরীক্ষার পর্যবেক্ষকদের নিয়ে অবহিতকরণ সভা

  • ফেনী ট্রিবিউন রিপোর্ট
  • ফুলগাজী প্রতিনিধি :
    এসএসসি পরীক্ষার পর্যবেক্ষকদের নিয়ে অবহিতকরণ সভা মঙ্গলবার সকালে ফুলগাজী মডেল পাইলট হাই স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।ফুলগাজী মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হক’র সভাপতিত্বে ও করইয়া কালিকাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল বারী সেলিমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন
    ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা।এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক,জেলা পরিষদ সদস্য হাজী জামাল উদ্দিন, ফুলগাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহি উদ্দিন, জি এম হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাহেদা চৌধুরী, খাজুরিয়া মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওহিদুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শামীম মজুমদার প্রমুখ।
    জানা গেছে ফুলগাজী উপজেলার ৫টি কেন্দ্রে ২৪ টি বিদ্যালয় ও ৭ টি মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে সর্বমোট ১৬৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করবে।
    প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কিচিঞ্জার চাকমা নকলের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী করে বিভিন্ন স্কুল থেকে আসা উপস্থিত শিক্ষক ও পরিক্ষার কেন্দ্র সচিবদের বলেন, পরিক্ষার্থীদের পরিক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরিক্ষার হলে থাকতে হবে।
    এসময় তিনি নকলের বিরুদ্ধে সর্বদা সজাগ থাকতে শিক্ষকদের নির্দেশ দেন। কোন পরিক্ষার্থী পরিক্ষার হলে পরীক্ষার উপকরন কলম,প্রবেশপত্র,জ্যামিতি বক্স ইত্যাদি ছাড়া অন্যকোন অবৈধ জিনিষ বহন করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১০০ জন শিক্ষক অংশ গ্রহন করেন।


    error: Content is protected !! please contact me 01718066090