ফেনীর দাগনভূঞার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিকিরণ কিন্ডারগার্টেনের ১৭ বছর পূর্তি, বার্ষিক পরীক্ষার কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নিজস্ব ক্যাম্পাসে নতুন ভবন উদ্বোধন ২৯ ডিসেম্বর রবিবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রায়হান।
বাংলাদেশ গ্যাস ফিল্ডের ম্যানেজার শফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জি.এম নাহিদুল হাসান, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ফেনী শাখার ম্যানেজার গিয়াস উদ্দিন আহমেদ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক কর্মকর্তা আমজাদ হোসেন।
সমাজসেবক ও ক্রীড়া সংগঠক ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গজারিয়া হাই স্কুলের উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. নুর নবী, দ্য ডেইলী সানের ফেনী করসপনডেন্ট ও ফেনী ট্রিবিউন এডিটর প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, বরইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আফসার, পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিকিরণ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. জাকির হোসেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য ডা. লক্ষণ চন্দ্র নাথ, জালাল আহাম্মদ।
অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড সাবেক মেম্বার নজির আহাম্মদ বলি, বর্তমান মেম্বার আইয়ুব আলী, গজারিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. আলী হোসেন, ব্যবসায়ী শহীদ উল্যাহ, সমাজসেবক সাখাওয়াত হোসেন রিটু, মো. সোহাগ, ছাত্রলীগ নেতা সাইফ মির্জা সোহেলসহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নিজস্ব ক্যাম্পাসে নতুন ভবন ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এছাড়া স্কুলের খুদে শিক্ষাথীরা নৃত্য ও গান, হামদ-নাত পরিবেশন করে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি