উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফেনীর দাগনভূঞা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা। ২৯ নভেম্বর শুক্রবার সকালে দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়, জাফর ইমাম বীর বিক্রম উচ্চ বিদ্যালয় ও দুধমুখা আইডিয়াল একাডেমী তিনটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে।
দাগনভূঞা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. ইউসুফ মিয়াজী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে কেন্দ্র পরিদর্শন করেন দৈনিক আমার ফেনী পত্রিকার সম্পাদক জমির উদ্দিন বেগ, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ইয়াসিন সুমন, বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, সুশাসনের জন্য নাগরিক (সুজন) দাগনভূঞা উপজেলা শাখার যুগ্ম সম্পাদক কাজী ইফতেখারুল আলম, সাংবাদিক নাসির উদ্দিন আজাদ, এম.এম রহমান সোহেল ও মোহাম্মদ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি আলা উদ্দিন, কামরুল হোসেন, বেলাল হোসেন, মোহাম্মাদ মাসুদ ও গিয়াস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক দীপক কুমার নাথ, কৃষ্ণধন পাল, মোহাম্মাদ মাসুদ, অর্থ সম্পাদক মাহমুদা আক্তার, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সদস্য আমির হোসেন, এডভোকেট মোহাম্মদ ইউসুফ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক দুধমুখা আইডিয়াল একাডেমীর কেন্দ্র সচিব সমীরণ রঞ্জন মজুমদার, সহকারী সচিব সজীব চন্দ্র দাস, বালিকা বিদ্যালয় কেন্দ্র প্রধান জসিম উদ্দিন, কেন্দ্র সচিব মো. মাসুদ, সহকারী আমির হোসেন, রাজাপুর কেন্দ্র প্রধান জাফর ইমাম বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন, কেন্দ্র সচিব আনোয়ার হোসেন, সহকারি সচিব আল-আমিন।
দাগনভূঞা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন জানান, তিনটি পরীক্ষা কেন্দ্রে ৩২টি বিদ্যালয়ের সহস্রাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি