ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ইয়ার নুরুল্লাপুর গ্রামের বিজিবি সদস্য জামশেদুর রহমান শিহাবের বসতবাড়ি থেকে সোমবার রাতে গভীর নলকূপটি চুরি হয়ে গেছে।
বিজিবি সদস্যের মাতা তাছলিমা আক্তার জানান, রাতে তাদের নতুন বাড়ি থেকে গভীর নলকূপটি কে বা কারা চুরি করে নিয়ে যায়। তিনি এ বিষয়ে বাদী হয়ে মঙ্গলবার দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে দাগনভূঞা থানার এস আই মো. আজমীর জানান, নুরুল্যাহপুরে এক বিজিবি সদস্যের বাড়ি থেকে গভীর নলকূপ চুরির একটি অভিযোগ আমরা পেয়েছি। ঘটনাটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জায়লস্কর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মো. আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বিষয়টি নিয়ে উদ্বেগ জানান।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি