আজ

  • শুক্রবার
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীতে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ২৯ অক্টোবর শুক্রবার সকালে ফেনী সার্কিট হাউজের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের এমডি অ্যান্ড সিইও মো. আব্দুস সালাম আজাদ (এফএফ)।

    জনতা ব্যাংক লিমিটেড নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. কামরুল আহসান, স্পেশাল এ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের মহা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং এন্ড ল ডিভিশনের মহাব্যবস্থাপক দেলোয়ারা বেগম, ট্রেজারি এন্ড ফরেন ডিভিশনের মহাব্যবস্থাপক আবুল বাশার মো. আবদুল হান্নান, ব্যাংকের এমডি অ্যান্ড সিইও সেক্রেটারিয়েট মহা ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান মাওদুদী, বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং শাখার ঢাকা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌসি বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিপাল শাখার ব্যবস্থাপক মো. আশরাফ-উদ-দৌলা।

    জনতা ব্যাংক লিমিটেড নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে ফেনী এরিয়া অফিসের উপ মহাব্যবস্থাপক মো. মজিবুর রহমান মোল্লা, সহকারী মহাব্যবস্থাপক মো. এমরান হোসেন মজুমদার সহ নোয়াখালী বিভাগের ফেনী, নোয়াখালী ও চাঁদপুর জেলার বিভিন্ন শাখার ৫৮ জন ব্যবস্থাপক অংশগ্রহণ করেন।

    সম্মেলনে প্রধান অতিথি মো. আব্দুস সালাম আজাদ বলেন, ফেনী প্রথিতযশা ব্যক্তিদের জন্মস্থান। ঢাকা-চট্টগ্রামের নাভী হিসেবে পরিচিত ফেনী সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এখানে জনতা ব্যাংকের কার্যক্রম ভালো ভাবে এগিয়ে চলেছে। কোভিড পরিস্থিতি ও আমরা সফলতার সাথে পার করতে চলেছি। জনতা ব্যাংক জনতার ব্যাংক, আমরা অর্থনৈতিক ভাবে অন্য ব্যাংকের চেয়ে এগিয়ে আছি।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে ব্যাংকের সকল শাখায় খেলাপি ঋণ আদায় করার জন্য তদারকি করেন। তিনি সিএমএসই ঋণ বিতরণ জোরদার, নারী উদ্যোক্তা তৈরি ও এসএমই ঋণ বিতরণের ওপর সকল কর্মকর্তাদের ওপর গুরুত্বারোপ করেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090