আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লালপুল বেঁদে পল্লীতে মাদক বিরোধী অভিযান

  • নিজস্ব প্রতিবেদক
  • ফেনীতে মাদক নির্মূলে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, আনসারের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে শহরতলীর লালপোল এলাকার বেদে পল্লীর বস্তিতে অভিযান চালানো হয়। ‘মাদকের আখড়া’ হিসেবে পরিচিত এ বস্তি থেকে শিরীন আক্তার নামে এক গাঁজা বিক্রেতাকে আটক করে টাস্কফোর্স টিম।

    মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে, লালপোল বেদে পল্লী শহরের অন্যতম আলোচিত ‘মাদকের স্পট’। এখানে মাদক ব্যবসায়ীরা নিয়মিত কেনাবেচা করে থাকে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৭ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আবদুল হামিদের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স টিম অভিযান পরিচালনা করেন। এসময় জেলা প্রশাসনের ৪ জন, বিজিবির ১২ জন, ৮ পুলিশ, ৬ আনসার ব্যাটালিয়ন ও মাদকদ্রব্যের ১৪ জন সদস্য বেদে পল্লীর বস্তিতে প্রবেশ করেন। তারা একে একে বস্তির প্রতিটি ঘর তল্লাশী চালান। প্রায় ৪ ঘন্টা ধরে চলা অভিযানে ১৬০ পুরিয়া গাঁজা সহ শিরীন আক্তার নাসরীন (২১) নামের এক বিক্রেতাকে গ্রেফতার করে। শিরীন বেদে পল্লীর দুলাল মিয়ার মেয়ে।

    জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, বেদে পল্লীতে বসবাসকারীদের প্রায় ৯০শতাংশ ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত। এখানে এর আগেও জেলা প্রশাসন, র‌্যাব, পুলিশ, মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে অনেক মাদক ব্যাবসায়িকে ধরেছে। বস্তিটির চারপাশ দিয়ে চলাচলের রাস্তা থাকায় এটিকে মাদকের নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করে মাদক কারবারীরা।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজজামান জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মাদক নিয়ন্ত্রনে টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090