আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গজারিয়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

  • দাগনভূঞা প্রতিনিধি
  • ফেনীর দাগনভূঞা উপজেলার গজারিয়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ভূঞা সুপার মার্কেটের ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখার ম্যানেজার এসএভিপি মো. জয়নাল আবদীন মিয়া।

    গজারিয়া শাখার এজেন্ট রাজিব ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মো. রাজিব সুমনের সভাপতিত্বে ও জিবি ইনচার্জ নুর নবীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পূর্ব চন্দ্রপুুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিরাজ উদ দৌলা, গজারিয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আলী হোসেন, দীপ্ত টিভি ও ডেইলি সানের ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুন, বিকিরণ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জাকির হোসেন।

    বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজার (অপারেশন) নুরুল ইসলাম, ব্যাংকের সিনিয়র অফিসার মো. নুর নবী, মার্কেট মালিক রফিক ভূূূঞা প্রমুখ।

    এ সময় অতিথি ছিলেন পূর্ব চন্দ্রপুুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, যুবলীগ নেতা নুরুল আফসার, পূর্ব চন্দ্রপুুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন পারভেজ, সমাজসেবক নুর আহাম্মদ নুরু, সানা উল্যাহ, আমিন উল্যাহ, আনোয়ার হোসেন সোহাগ, শিক্ষক পেয়ার আহাম্মদ প্রমুখ।

    অনুষ্ঠানে ফিতা কেটে দাগনভূঞার গজারিয়া বাজারে ৭তম ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

    প্রধান অতিথি বলেন, ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান করতে ইসলামী ব্যাংকের কার্যক্রম সহায়ক হবে। তিনি এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090