আজ

  • মঙ্গলবার
  • ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বৃদ্ধ রিকশাচালকের প্রতি চেয়ারম্যান বাদলের বদান্যতা

  • সাইফুল আলম হিরন
  • সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সোনাগাজীর সেই ৭০ বছর বয়সী রিকশা চালকের প্রতি মানবতা প্রদর্শন করলেন সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল। প্রতিশ্রুতি অনুযায়ী তিনি ওই বৃদ্ধের জন্য একটি আকর্ষণীয় ব্যাটারিচালিত রিকশা কিনেছেন। আজ রিকশাচালক ফকির মিয়ার কাছে রিকশাটি হস্তান্তর করার কথা।

    জানা যায়, ফকির চাচার জন্য একটা রিকসা কিনতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহায়তা চেয়ে একটি আবেদন করেছিলেন ফেনীর সাংবাদিক সোলায়মান হাজারী ডালিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর দৃষ্টিগোচর হয় মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদলের। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তহবিল জোগাড় হয়েছে তার সাথে বাকি টাকা মিলিয়ে মোট ১ লাখ টাকা খরচ করে তিনি একটি মোটর রিকসা কিনে দেবেন।

    রিকশাচালক ফকির মিয়া বলেন, আমার কোন ছেলে নেই। স্বামীহারা মেয়ে নিয়ে থাকি। আমাকে যারা খুশি করেছেন আল্লাহ তাদের খুশি করবেন। আমার কষ্টের দিন শেষ হবে।

    চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান, চাচাকে আর রিকসা চালাতে হবে না। নতুন এই মোটর রিকশাটি ভাড়া দিয়ে এবং ছোট একটি দোকানের আয় দিয়ে ইনশাআল্লাহ তিনি ও তার মেয়ের সংসার ভালই চলবে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090