আজ

  • বৃহস্পতিবার
  • ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্তে মৃতকে দাগনভূঞায় দাফন

  • দাগনভূঞা প্রতিনিধি
  • করোনায় আক্রান্ত হয়ে ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনি এলাকার মৃত্যুবরণ করেন ফেনীর দাগনভূঞা পৌরসভার অভিরামপুর এলাকার বাসিন্দা (৭০)। পরে বৃহস্পতিবার রাতে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। বুধবার নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় বৃহস্পতিবার আইসিইউতে ভর্তি করার কথা ছিলো। দুপুর আড়াইটার দিকে তিনি মৃত্যুবরন করেন। বৃহস্পতিবার রাতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনে পরিবারের সদস্য ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়্যাত বিন করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেশকাতুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টীম ও পৌর কাউন্সিলর জুয়েল, সবুজ অংশ নেন।

    কাউন্সিলর জুয়েল জানান, দাফনের পরপরই মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা ঢাকায় ফিরে যান।

    দাগনভূঞা উপজেলা নির্বাাহী কর্মকর্তা মো. রবিউল হাসান জানান, সব নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের যেভাবে দাফন করা হয় সে নিয়মে মৃত ব্যক্তির দাফন করা হয়েছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090