বিদ্যালয়ে আসবে যারা- সুখি জীবন গড়বে তাঁরা এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফেনীর সোনাগাজীতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বাড়ানো ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার সদর ইউনিয়নের চর খোয়াজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার দুপুরে মা সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি উম্মে রুমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মো.মাকসুদুর রহমান,সদস্য নুর উল্যাহ, মো. হানিফ, সহকারী শিক্ষক সাহেদা আক্তার, মো. সৌরভ। সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া সুলতানা। সভায় বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে মায়েদের করনীয় বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।
সভা শেষে বিদ্যালয়ের সাড়ে তিনশ শিক্ষার্থীর মধ্যে খাতা, কলম, পেন্সিল, রাবারসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি