আজ

  • শনিবার
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে সর্ববৃহৎ মেডিসিন সপ লাজফার্মার শুভ উদ্বোধন কাল

  • বিশেষ প্রতিবেদক
  • ঔষধ সেবায় সারাদেশে প্রথম, দেশের সর্ববৃহৎ ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজ ফার্মার ৪৫তম শাখা ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জব্বার মার্কেটের নিচ তলায় বৃহস্পতিবার দুপুরে শুভ উদ্বোধন হতে যাচ্ছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লাজ ফার্মা লিমিটেড’র চেয়ারম্যান সৈয়দা মাহফুজা রহমান, ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান, পরিচালক সাকিব রহমান ও সুমনা রহমান, ফেনীর সিভিল সার্জন ডা. আবদুল মোমেন, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা ড্রাগ সুপার সালমা সিদ্দিকী, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম,

    ফেনী বিএমএ সভাপতি ডা. সাহেদুল ইসলাম ভূঞা কাওসার, সাধারণ সম্পাদক বিমল দাস, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোশারফ হোসেন ভূঞা, সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীসহ ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বেসরকারী হাসপাতাল মালিক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

    লাজফার্মা ফেনী শাখার পরিচালক মোশাররফ হোসেন ভূঞা জানান, দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী খুচরা ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজফার্মা বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক স্বীকৃত দেশের সর্বপ্রথম মডেল ফার্মেসী। এছাড়া ও সাথে রয়েছে ডিপার্টমেন্টাল স্টোর। লাজফার্মা রেজিস্ট্রার্ড গ্রেড-১ ফার্মাসিষ্ট এর তত্ত্বাবধানে পরিচালিত হবে। অভিজ্ঞ সেলস্ম্যান ও ডিপ্লোমা ফার্মাসিস্ট দ্বারা ঔষধ ডিম্পেসিং এর নিশ্চয়তা বিধান করা হবে।

    লাজফার্মা ফেনী শাখার পরিচালক দেলোয়ার হোসেন মানিক জানান, ফেনীর মানুষ যাতে ওষুধ সেবা সহজেই পেতে পারে সেজন্য ২৬শ স্কয়ার ফুট জায়গায় বৃহৎআকারে লাজ ফার্মার শাখা তৈরী করা হয়েছে। আশাকরি মানুষ ন্যায্যমূল্য ঔষুধ সেবা সহজেই পাবে। ২৪ ঘন্টা খোলা দেশের সর্ববৃহৎ এই মেডিসিন সপে দেশী-বিদেশী সকল ঔষধ পাওয়া যাবে এই ফার্মেসী এন্ড ডিপার্টমেন্টাল স্টোরে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090