ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে মঙ্গলবার, ২৮ জানুয়ারী রেড ক্রস/রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সাইফুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর কামরুন নাহার, সহকারী অধ্যাপক ও রেড ক্রিসেন্ট শিক্ষক ইনচার্জ মোহাম্মদ আইনুল ইসলাম ভুইয়া, যুব রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের যুব প্রধান হাসান রাব্বী।
প্রশিক্ষণ বিভাগের এসোসিয়েট চীফ- মো: আবদুল হালিম জুলহাস এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের উপ-যুব প্রধান ১ রায়হান হোসেন, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান মো: মোজাম্মেল হক মাছুম। রেড ক্রিসেন্টের প্রশিক্ষক শামসুল আরেফিন ও ঝুটন শীল।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি