ফেনীতে মাদক সেবন করে মাতলামি করার অপরাধে মো. লিটন নামের যুবককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যায় পিটিআই সংলগ্ন জেল রোড এলাকায় তাকে এই সাজা দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, সন্ধ্যা ৬টার দিকে শহরের পিটিআই সংলগ্ন জেল রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাদক সেবন করে মাতলামি করার অপরাধে লক্ষীপুর জেলার মো. লিটন কে ১৫ দিনের কারাদন্ড ও ১শ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক তাজ উদ্দীন উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি