ফেনীতে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় সরবরাহ করার অপরাধে ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, বিকেল ৪টার দিকে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের সুবলপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় সরবরাহের অপরাধে জমির মালিক সুবলপুর গ্রামের সুরমা বেগম কে ১৫ হাজার টাকা, পিয়ার আহমেদকে ১৫ হাজার টাকা ও নৈরাজপুর গ্রামের ঠিকাদার আব্দুল মতিন কাউসারকে ৪০ হাজার টাকাসহ সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মুচলেকা নিয়ে আটককৃত স্কাভেটার ও ট্রাক ছেড়ে দেয়া হয়।
অভিযানকালে ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক রিপন ও ফরহাদ নগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন টিপুসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি