পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামের মো.শওকত হোসেন মজুমদার নামের এক কৃষককের তিনটি গরু চুরি হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) গভীর রাতে গোয়াল ঘরের দরজা কেটে চুরের দল মো. শওকত হোসেন এর তিনটি গরু চুরি করে নিয়ে যায়।
মো. শওকত হোসেন জানান, তার তিনটি গরুর বর্তমান বাজার মুল্য প্রায় দুই লাখ টাকা। শওকত হোসেন উপজেলার চিথলিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান ফজলুল রহিম মজুদার এর ছেলে।
স্থানীয়রা জানায়, গত একমাসে একই ইউনিয়ন থেকে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। পরশুরাম বাজারের ডাকবাংলা মোড় এলাকা থেকে আওয়ামীলীগ নেতা আবদুর রাজ্জাকের সার দোকান সহ পাশ্ববর্তী আরো দুটি দোকানে রবিবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি