অভিনেত্রী-স্থপতি অপি করিম ও তার স্বামী এনামুল করিম নির্ঝরের কোল জুড়ে এলো কন্যাসন্তান। সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে অপি তাদের প্রথম কন্যা সন্তানের জন্ম দেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৯টা ৫১ মিনিটে নবজাতক পৃথিবীতে এসেছে। এ বিষয়ে স্থপতি ও পরিচালক এনামুল করিম নির্ঝরকে একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি।
অপি করিম ও এনামুল করিম নির্ঝর সংসার শুরু করেন ২০১৬ সালে। সন্তান জন্ম হওয়ার আগে থেকেই অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী অপি করিম।
এনামুল করিম তার প্রথম ও একমাত্র সিনেমা আহা! নির্মাণ করেন ২০০৭ সালে। অপি করিম ও নির্ঝর দুজনেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি