ফেনীর দাগনভূঞার ঐতিহ্যবাহী সাপুয়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা শনিবার দুপুরে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের প্রাক্তন ছাত্র ও পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি শেখ আহাম্মদ ভূঞার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সামছুল আরেফিন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, স্কুলের প্রাক্তন ছাত্র ও দ্য ডেইলী সানের ফেনী করসপনডেন্ট প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম জানু মেম্বার, মো. নুর নবী, মাহবুবুর রহমান আজাদ, আবুল বাশার, আবুল কাশেম, স্কুলের সিনিয়র শিক্ষক আলী হোসেন, মো. এয়াকুব, হাসিনা মমতাজ জুয়েল, জহির উদ্দিন পলাশ, নকুল চন্দ্র দে, সূবর্ণা আচার্য্য, প্রাক্তন ছাত্র মো. শাহজাহান, বাকি বিল্লাহ নওশাদ, নুর আলম দিদার, মাস্টার শামীম। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের জন্য চারটি উপ-কমিটি কমিটি গঠন করা হয়। পরবর্তী প্রস্তুতি সভা আগামী ১৮ জানুয়ারী শনিবার সকাল ১০টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়। আগামী সভায় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত হবার অনুরোধ জানানো হয়েছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি