ফেনীতে ৩শ জন অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিট। আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় শহরের ট্রাংক রোডের শহীদ মিনারে সামনে কম্বল বিতরণ করা হয়। এতে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন হাজারী শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন।
এ সময় রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিট প্রধান ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, রেড ক্রিসেন্ট ফেনীর সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফু, কার্যকরী কমিটির সদস্য আবুল হাসেম, এডভোকেট নুর হোসেন, ভিপি নুরুল আমিন, হাছিনা আক্তার নিঝুম, সহকারি পরিচালক আলাউদ্দিন পাটোয়ারীসহ যুব রেড ক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি